১১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জয়পুরহাটের পাঁচবিবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

বেলা ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা আহ্বায়ক আব্দুল গফুর মণ্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন মণ্ডল সঞ্চালনায় সভায় বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উচাই বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, কলেজ শিক্ষক সমিতির সভাপতি জ্যেষ্ঠ প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ আমিন, বিএমআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার, পাঁচবিবি এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

দিবসটি উপলক্ষে শিক্ষকদের হাতে ফুল তুলে দেওয়া হয় এবং সমাজ গঠনে শিক্ষকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এমআর/সবা

পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট সময় : ০৪:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

বেলা ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা আহ্বায়ক আব্দুল গফুর মণ্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন মণ্ডল সঞ্চালনায় সভায় বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উচাই বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, কলেজ শিক্ষক সমিতির সভাপতি জ্যেষ্ঠ প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ আমিন, বিএমআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার, পাঁচবিবি এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

দিবসটি উপলক্ষে শিক্ষকদের হাতে ফুল তুলে দেওয়া হয় এবং সমাজ গঠনে শিক্ষকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এমআর/সবা