৩ ম্যাচ টি–২০ সিরিজ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। আরব আমিরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ৩ সেপ্টেম্বর শুক্রবার জাকের আলীরা প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল ৮ বল হাতে রেখে ৪ উইকেটে। ৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানদের বিপক্ষে ২ উইকেটের জয় পায়। এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়েছিল সেদিনই। তবে শেষ ম্যাচে আজ শারজাহতে প্রতিপক্ষ আফগানিস্তানকে হোয়াই্টওয়াশ করতে আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এতেই হোয়াইট ওয়াশ নিশ্চিত হয় আফগানদের।
এমআর/সবা
বিস্তারিত আসছে…


























