অক্টোবর মাসটা একদমই ভালো যাচ্ছে না কাতালান ক্লাব বার্সেলোনার জন্য। ২ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের কাছে ২-১ গোলে হারের পর এবার লা লিগায় সেভিয়ার মাঠ থেকেও হতাশ হয়ে ফিরতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের। সেভিয়া ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে পরপর দুই গোল করে বার্সার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নেয়।
ম্যাচজুড়ে বলের দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। ৬২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা গোলের উদ্দেশে নেয় ১৭টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। তবে কার্যকর আক্রমণে এগিয়ে ছিল সেভিয়াই। তারা ১৩টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় এবং এর চারটিই পরিণত হয় গোলে।
ম্যাচের ১৩তম মিনিটেই পেনাল্টি থেকে সেভিয়াকে এগিয়ে দেন চিলির অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। এরপর ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আইসাক রোমেরো। প্রথমার্ধের যোগ করা সপ্তম মিনিটে মার্কুস রাশফোর্ড গোল করে বার্সাকে কিছুটা স্বস্তি এনে দিলেও সেটাই ছিল তাদের একমাত্র সান্ত্বনা।
দ্বিতীয়ার্ধে ফিরে বার্সা আরও চাপ বাড়ানোর চেষ্টা করে, কিন্তু ৭৩তম মিনিটে পেনাল্টি মিস করে বসেন রবার্ট লেভানদোভস্কি। ম্যাচের ৯০তম মিনিটে সেভিয়ার হয়ে তৃতীয় গোল করেন হোসে আনহেল কারমোনা এবং ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে চতুর্থ ও শেষ গোলটি করেন আকর আদামাস।
এই হারের ফলে লা লিগায় চলতি মৌসুমে ৮ ম্যাচে প্রথম হার দেখলো বার্সেলোনা। ১৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ, যারা এখন আন্তর্জাতিক বিরতিতে যাবে টেবিলের শীর্ষে থেকেই। অপরদিকে, সেভিয়া এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।
এমআর/সবা

























