২০১৮ সালে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ সাত বছর পর সেই পুরনো হারের জবাব দিল টাইগাররা। এবার আর দুটি ম্যাচ নয়, তিন ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজে রশিদ খানদের ধবলধোলাই করল বাংলাদেশ, তাও বিদেশের মাটিতে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিরিজের শেষ টি–টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে জাকের আলি অনিকের নেতৃত্বাধীন দল। এর মধ্য দিয়ে আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১৪৩ রান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি আফগান ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় টাইগাররা। ওপেনার সাইফ হাসান খেলেন দারুণ এক হাফসেঞ্চুরি। তাঁর ইনিংসটাই ছিল জয়ের ভিত গড়ে দেওয়ার মূল ভিত্তি।
সিরিজের আগের দুটি ম্যাচেও জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজকের জয় শুধু হোয়াইটওয়াশের সিলমোহরই নয়, ৭ বছরের পুরনো আফগান-আক্ষেপ মোচনের স্মারকও।

টাইগারদের এমন দাপুটে পারফরম্যান্সে আবারও প্রমাণ হলো, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন শুধুই প্রতিযোগী নয়, প্রয়োজন হলে প্রতিশোধও নিতে জানে।
এমআর/সবা

























