নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল। গুয়াহাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ইংলিশরা। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে নিগার সুলতানার দল। আজকের ম্যাচে জিতলে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের এক আসরে দুটি ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা এখন পর্যন্ত একবারই ওয়ানডেতে মুখোমুখি হয়েছে, সেটিও ছিল ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে। সে ম্যাচে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। তবে এবার ভিন্ন সময়, ভিন্ন আত্মবিশ্বাসে মাঠে নামছে বাংলাদেশ।

দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, প্রতিপক্ষ যত বড়ই হোক, নিজেদের পরিকল্পনায় অটল থাকতে চায় তারা। তিনি বলেন,
“পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমরা চাই একইভাবে খেলতে। যদি ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং—তিন বিভাগেই অবদান রাখতে পারি, তাহলে যেকোনো দলকে হারানো সম্ভব। বাস্তববাদী থেকে ভালো ক্রিকেট খেলতে চাই, কম ভুল করতে চাই এবং পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।”
অন্যদিকে, বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ডও। অলরাউন্ডার চার্লি ডিন বলেন,
“বাংলাদেশ দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছে। তাদের বোলিং ইউনিট বিশেষ করে এই কন্ডিশনে খুবই কার্যকর। মারুফার সুইং এবং স্পিন আক্রমণ মোকাবিলা করেই এগোতে হবে আমাদের।”
দুই দলেরই ফর্ম বিবেচনায় আজকের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা জমবে বলেই প্রত্যাশা। টাইগ্রেসদের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি—দেখার অপেক্ষা, তারা কতটা সফল হয় এই লড়াইয়ে।
এমআর/সবা


























