০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জবাবদিহিতার ভিত্তিতে ভবিষ্যৎ বিএনপি গড়ার প্রত্যয় তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে জবাবদিহিতার ভিত্তিতে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গড়ে তুলতে চান তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতির মূল লক্ষ্য—জনগণ, দেশ এবং দেশের সার্বভৌমত্ব। অতীতের ভালো দিকগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও মজবুত গণতান্ত্রিক ভিত তৈরি করতে চাই।”

তিনি দাবি করেন, বাংলাদেশে গার্মেন্টস শিল্প এবং প্রবাসীদের রেমিটেন্স—দুই ক্ষেত্রেই প্রাথমিক অগ্রগতি এসেছিল বিএনপির শাসনামলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল এবং এমনকি খাদ্য রপ্তানিও শুরু করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, “যখন বাকশালের মাধ্যমে সব রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, তখন বিএনপি-ই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। সেই ঐতিহাসিক দৃষ্টান্ত আমাদের অনুপ্রেরণা জোগায়।”

জবাবদিহিতার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিযোগ থাকতেই পারে। তবে সুযোগ পেলে প্রমাণ করব, প্রকৃত জবাবদিহিতা কেমন হওয়া উচিত। এটা একদিনে সম্ভব নয়, ধাপে ধাপে এটি প্রতিষ্ঠা করতে হবে।”

এছাড়াও তিনি বলেন, রাজনীতি শুধু রাজনীতিকদের দায়িত্ব নয়—দেশ গঠনে নাগরিকদেরও অংশগ্রহণ জরুরি। তার ভাষায়,

“আমি প্রতিশ্রুতি দিচ্ছি—জবাবদিহিতার সংস্কৃতি গড়তে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

প্রবাসে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা প্রসঙ্গে তারেক রহমান জানান,

“গত ১৭ বছর ধরে আমি বিদেশে আছি। এই অবস্থান থেকে দল পরিচালনা সহজ ছিল না। আমার স্ত্রী ও সন্তানের সহযোগিতা না থাকলে হয়তো এ কাজ করা আরও কঠিন হয়ে যেত। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

দলের প্রতি অনুগত ও সক্রিয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,

“দমন-পীড়নের মধ্যেও যারা দলকে সংগঠিত রেখেছেন, রাজপথে থেকেছেন, জনগণের পক্ষে কথা বলেছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যুক্তরাজ্যে থেকে যা কিছু ভালো শিখেছি, সুযোগ পেলে তা দেশের কল্যাণে কাজে লাগাতে চাই।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

জবাবদিহিতার ভিত্তিতে ভবিষ্যৎ বিএনপি গড়ার প্রত্যয় তারেক রহমানের

আপডেট সময় : ০১:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে জবাবদিহিতার ভিত্তিতে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গড়ে তুলতে চান তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতির মূল লক্ষ্য—জনগণ, দেশ এবং দেশের সার্বভৌমত্ব। অতীতের ভালো দিকগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও মজবুত গণতান্ত্রিক ভিত তৈরি করতে চাই।”

তিনি দাবি করেন, বাংলাদেশে গার্মেন্টস শিল্প এবং প্রবাসীদের রেমিটেন্স—দুই ক্ষেত্রেই প্রাথমিক অগ্রগতি এসেছিল বিএনপির শাসনামলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল এবং এমনকি খাদ্য রপ্তানিও শুরু করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, “যখন বাকশালের মাধ্যমে সব রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, তখন বিএনপি-ই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। সেই ঐতিহাসিক দৃষ্টান্ত আমাদের অনুপ্রেরণা জোগায়।”

জবাবদিহিতার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিযোগ থাকতেই পারে। তবে সুযোগ পেলে প্রমাণ করব, প্রকৃত জবাবদিহিতা কেমন হওয়া উচিত। এটা একদিনে সম্ভব নয়, ধাপে ধাপে এটি প্রতিষ্ঠা করতে হবে।”

এছাড়াও তিনি বলেন, রাজনীতি শুধু রাজনীতিকদের দায়িত্ব নয়—দেশ গঠনে নাগরিকদেরও অংশগ্রহণ জরুরি। তার ভাষায়,

“আমি প্রতিশ্রুতি দিচ্ছি—জবাবদিহিতার সংস্কৃতি গড়তে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

প্রবাসে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা প্রসঙ্গে তারেক রহমান জানান,

“গত ১৭ বছর ধরে আমি বিদেশে আছি। এই অবস্থান থেকে দল পরিচালনা সহজ ছিল না। আমার স্ত্রী ও সন্তানের সহযোগিতা না থাকলে হয়তো এ কাজ করা আরও কঠিন হয়ে যেত। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

দলের প্রতি অনুগত ও সক্রিয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,

“দমন-পীড়নের মধ্যেও যারা দলকে সংগঠিত রেখেছেন, রাজপথে থেকেছেন, জনগণের পক্ষে কথা বলেছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যুক্তরাজ্যে থেকে যা কিছু ভালো শিখেছি, সুযোগ পেলে তা দেশের কল্যাণে কাজে লাগাতে চাই।”

এমআর/সবা