০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সহ-সভাপতি হয়ে ফারুক বললেন— ‘এখন শুধুই সামনে এগোতে চাই’

শেষ হয়েছে নানা নাটকীয়তায় ভরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে এই নির্বাচনে অংশ নেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। এরপর নতুন করে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক।

অতীতে বাজে অভিজ্ঞতা থাকলেও এখন শুধুই সামনের দিকে এগোতে চান ফারুক। তিনি বলেন, ‘এখন আমরা সামনে আগে এগিয়ে যাব, আমি পেছনে যেতে চাই না। একটা কথা বারবার বলছি, একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে। আমরা সামনের দিকে দেখতে চাই। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’

 

বিসিবির নতুন সহ-সভাপতি আরও বলেন, ‘কী হয়েছে, মানুষের জীবনে অনেক ধরনের দুর্ঘটনা হয়, কঠিন সময় যায়। কিন্তু আমার কথা হলো এখন আমাদের একটাই লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া। নতুন সভাপতি তিন-চার মাস ছিলেন। আবার তার নেতৃত্বে এখন আমরা একটা পূর্ণাঙ্গ বোর্ড পেয়েছি। আশা করি বোর্ডটা লম্বা সময়ের জন্য থাকবে এবং সেই পরিকল্পনায় আমরা এগিয়ে যেতে পারবো।’

দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়াই একমাত্র লক্ষ্য জানিয়ে ফারুক বলেন, ‘সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) বলেছেন আমাদের সবার লক্ষ্য, আপনারা এখানে যারা বসে আছেন আপনারা চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। আমরা এখানে যারা বসে আছি, আমরাও চাই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। লক্ষ্য কিন্তু একটাই। এই লক্ষ্যের মাঝে কিছু জিনিস আসে। ওই জিনিসগুলো আমাদের ট্যাকেল দিতে হবে।’

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সহ-সভাপতি হয়ে ফারুক বললেন— ‘এখন শুধুই সামনে এগোতে চাই’

আপডেট সময় : ০১:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

শেষ হয়েছে নানা নাটকীয়তায় ভরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে এই নির্বাচনে অংশ নেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। এরপর নতুন করে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক।

অতীতে বাজে অভিজ্ঞতা থাকলেও এখন শুধুই সামনের দিকে এগোতে চান ফারুক। তিনি বলেন, ‘এখন আমরা সামনে আগে এগিয়ে যাব, আমি পেছনে যেতে চাই না। একটা কথা বারবার বলছি, একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে। আমরা সামনের দিকে দেখতে চাই। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’

 

বিসিবির নতুন সহ-সভাপতি আরও বলেন, ‘কী হয়েছে, মানুষের জীবনে অনেক ধরনের দুর্ঘটনা হয়, কঠিন সময় যায়। কিন্তু আমার কথা হলো এখন আমাদের একটাই লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া। নতুন সভাপতি তিন-চার মাস ছিলেন। আবার তার নেতৃত্বে এখন আমরা একটা পূর্ণাঙ্গ বোর্ড পেয়েছি। আশা করি বোর্ডটা লম্বা সময়ের জন্য থাকবে এবং সেই পরিকল্পনায় আমরা এগিয়ে যেতে পারবো।’

দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়াই একমাত্র লক্ষ্য জানিয়ে ফারুক বলেন, ‘সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) বলেছেন আমাদের সবার লক্ষ্য, আপনারা এখানে যারা বসে আছেন আপনারা চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। আমরা এখানে যারা বসে আছি, আমরাও চাই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। লক্ষ্য কিন্তু একটাই। এই লক্ষ্যের মাঝে কিছু জিনিস আসে। ওই জিনিসগুলো আমাদের ট্যাকেল দিতে হবে।’

এমআর/সবা