জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উত্তর আটাপুর গ্রামে গভীর নলকূপ মালিকদের কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে হুমকি চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। দাবিকৃত টাকা সাত দিনের মধ্যে না দিলে নলকূপ ও ট্রান্সফরমার ‘হাওয়া’ হয়ে যাবে বলে হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। এ ঘটনায় স্থানীয় কৃষক ও নলকূপ মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
গত শনিবার (৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে নলকূপ ঘরের তালা খুললে মালিকরা চিঠিটি পান। চিঠিতে লেখা ছিল—“শুধু নিজেরা লাভের কথা ভাবলে হবে না, আমাদের দিকেও তাকাতে হবে। ১৫ হাজার টাকা দিতে হবে, না দিলে ডিপ ও ট্রান্সফরমা উধাও হয়ে যাবে। সময় দেওয়া হলো ৭ দিন।” চিঠিতে একটি অনলাইন পেমেন্ট আইডিও উল্লেখ করা হয়।
গভীর নলকূপের শেয়ার পার্টনার জাহিদুল ইসলাম জানান, “উত্তর আটাপুর মাঠে আমাদের একটি গভীর নলকূপ আছে, আমি ও আরও দুইজন মিলে তা পরিচালনা করি। প্রতি রাতেই আমরা পাহারা দিই। শনিবার সকালে বাড়ি ফিরে রাতে এসে দেখি দরজার নিচে একটি চিঠি। খুলে দেখি তাতে চাঁদার হুমকি দেওয়া হয়েছে।”
ইউপি সদস্য ও নলকূপের আরেক অংশীদার শফিকুল ইসলাম বলেন, “শুধু আমাদের নয়, আশপাশের আরও কয়েকটি গভীর নলকূপেও একই ধরনের চিঠি দেওয়া হয়েছে। সামনে আলু মৌসুম, এখন যদি সেচ বন্ধ হয়ে যায়, কৃষকদের বড় ক্ষতি হবে। আমরা আতঙ্কে আছি, তবে কে বা কারা এমন কাজ করছে তা বুঝে উঠতে পারছি না।”
তিনি আরও জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি লিখিতভাবে পাঁচবিবি থানা পুলিশকে জানানো হবে।
এমআর/সবা






















