০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার্তদের মুখে হাসি ফুটাতে হাতীবান্ধায় ৬১ বিজিবির মানবিক উদ্যোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের আয়োজন করে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, চিঁড়া, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ শেষে বন্যার্তদের সঙ্গে মতবিনিময় করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি। তিনি বলেন, “দুই দিন আগে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছিল। এতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি, যাতে তারা সাময়িক কষ্টে কিছুটা স্বস্তি পায়।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি নুরুল কবির শাহীন

বন্যার্তদের মুখে হাসি ফুটাতে হাতীবান্ধায় ৬১ বিজিবির মানবিক উদ্যোগ

আপডেট সময় : ০৪:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের আয়োজন করে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, চিঁড়া, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ শেষে বন্যার্তদের সঙ্গে মতবিনিময় করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি। তিনি বলেন, “দুই দিন আগে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছিল। এতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি, যাতে তারা সাময়িক কষ্টে কিছুটা স্বস্তি পায়।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআর/সবা