মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীমের বিরুদ্ধে জামায়াতের এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের ভাই আব্দুর রফিক মিয়া পান্নুর দায়ের করা “মিথ্যা মামলার” প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল আলীম।
মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা আব্দুল আলীম দাবি করেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রাজনৈতিকভাবে তাকে এবং বিএনপিকে হেয় করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আমি দীর্ঘ ১৭ বছর ধরে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় রয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষ ও জামায়াতপন্থী চাচাতো ভাইদের হাতে বারবার নির্যাতনের শিকার হয়েছি। এখন তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।”
সংবাদ সম্মেলনে আব্দুল আলীম প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হয়রানিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুর রহমান, মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইজুদ্দিন মেম্বার, যুবদল সহ-সভাপতি আক্কাস আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন, শাবানা, মলি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমআর/সবা




















