চট্টগ্রামের বাঁশখালীর নাজিম উদ্দীন সিকদার (৪৫) নামে এক প্রবাসী দুবাই থেকে দেশে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
নাজিম উদ্দীন গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ছমদ আলী সিকদার পাড়ার হাছান সিকদারের ছেলে। দেশে ফেরার পর বিমান অবতরণ ও ইমিগ্রেশন শেষ করে বের হতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে আগারগাঁও নিউরো মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই হেফাজ উদ্দিন জানান, নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে দুবাইয়ে ছিলেন। সেখানে তিনি একটি খাবারের হোটেল ও পোশাক ব্যবসা পরিচালনা করতেন। দেশে ফেরার কথা তিনি আগে জানিয়েছিলেন। শনিবার সকালে দেশে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এমআর/সবা
























