ফেনীতে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। ক্যাম্পেইনে জেলার ৬ উপজেলায় মোট ১ হাজার ৯৮টি কেন্দ্রে প্রায় ৪ লাখ ২৫ হাজার শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিদিন টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, ইতোমধ্যে ৩ লাখ ১৩ হাজার ৮০৮ শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৭৪ শতাংশ।
“এক ডোজ টাইফয়েড টিকা নিন, আপনার সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্তি দিন”—এই স্লোগান সামনে রেখে ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ইমাম হাসান ও টিকাদান কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপনকারী ডা. আমির খসরু তারেক।
এমআর/সবা






















