হেযবুত তওহীদ আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেনীর ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্টে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মূখ্য আলোচক রাকিব আল হাসান বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক যুগের বিধি-বিধান এখনো দেশে প্রয়োগ হওয়ায় অন্যায়, অবিচার ও অশান্তি বেড়েছে। তিনি আরও বলেন, ইসলামের জীবনব্যবস্থায় নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব, যেখানে নারী ও সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং অপরাধ-সংক্রান্ত মামলা খুব কম হতো। এই আধুনিক রূপের সমাজব্যবস্থা তুলে ধরা হয়েছে তাদের গ্রন্থ ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’-তে।
সভায় ফেনী জেলা সভাপতি আবদুল ওয়াহেদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং মতামত প্রদান করেন।
এমআর/সবা






















