জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের সামনে দু’টো পথ খোলা আছে—শাপলা প্রতীক দিতে হবে, অন্যথায় ধানের শীষ ও সোনালী আঁশ প্রতীকের তালিকা থেকে বাদ দিতে হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন। আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং আশা করা যাচ্ছে তারা এই প্রতীক পাবেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা আছে—ধানের শীষ বা সোনালী আঁশ বাতিল করা বা শাপলা দেওয়া। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শাপলা প্রদানের ক্ষেত্রে কোনো আইনি বা রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই। তিনি জানান, এনসিপি শাপলার ক্ষেত্রে অনড় থাকবে এবং নিবন্ধন শাপলা প্রতীক ছাড়া গ্রহণ করবে না।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
এমআর/সবা




















