লালমনিরহাটের হাতীবান্ধায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নিয়ে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে মিছিল করে এবং সমাবেশে অংশ নেন।
মিছিলে তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ উপস্হিত ছিলেন। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুএর নেতৃত্বে মিছিলটি উপজেলা হেলিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতীবান্ধা সদর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়; সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়াসহ দলীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্যকালে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “আমি আমার জীবন ঝুঁকি নিয়ে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের ডাক দিয়েছি। দাবি আদায় না হলে রংপুর বিভাগকে অচল করে দেব।” তিনি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা রক্ষার তাগিদ দেন।
মিছিলে অংশগ্রহণকারীরা তিস্তা নদীর ইকোসিস্টেম রক্ষা, নদীচর ও তীরবর্তী জনগণের অধিকার সংরক্ষণ এবং প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানায়। তারা সরকারের কাছে নদী রক্ষা ও সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়।
স্থানীয়রা বলেন, তিস্তার কর্মসূচি দ্রুত না বাস্তবায়িত হলে এলাকায় পরিবেশগত ক্ষতি, জমি-উপজীবন হ্রাস ও জনগণের জীবিকাব্যবস্থা বিপন্ন হবে—এসব কারণে সংগঠিতভাবে তারা আন্দোলন জোরদার করবেন।
এমআর/সবা






















