১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আইনজীবী শহীদ আলিফের পরিবারকে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সশস্ত্র হামলায় নিহত আইনজীবি শহীদ সাইফুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকার সহায়তার চেক হস্তান্তর করেছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

০৯/১০/২০২৫ তারিখ বৃহস্পতিবার বেলা ১২ টায় এডভোকেট সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল হোসেনের হাতে ঐ চেক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক ব্যারিস্টার নাঈম আহসান তালহা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এপিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী ও লোহাগাড়ার এনসিপির আহবায়ক জহির উদ্দিন প্রমুখ।

জানা যায়, এডভোকেট আলিফের পরিবারের স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এক কোটি টাকা অর্থ সহায়তা ফান্ড সংগ্রহের ঘোষণা দিয়েছিল মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

এডভোকেট সাইফুল ইসলাম আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যতের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার দারুণ ভূমিকা রাখবে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আমরা এক কোটি টাকার ফান্ড করতে না পারলেও একটি এমাউন্ট করতে পেরেছি। আজকেই এ ফান্ড সংগ্রহ কার্যক্রম এখানেই শেষ। তবে, এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম বলেন, শহীদ আলিফ আমাদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। তার পরিবারের সুখে দুখে আমরাও আছি। আলিফের স্মৃতি ধরে রাখার জন্য স্থায়ী দৃশ্যমান কোন স্থাপনা নির্মাণে স্বচেষ্টায় থাকবো।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।

বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আইনজীবী শহীদ আলিফের পরিবারকে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

আপডেট সময় : ০৯:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সশস্ত্র হামলায় নিহত আইনজীবি শহীদ সাইফুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকার সহায়তার চেক হস্তান্তর করেছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

০৯/১০/২০২৫ তারিখ বৃহস্পতিবার বেলা ১২ টায় এডভোকেট সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল হোসেনের হাতে ঐ চেক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক ব্যারিস্টার নাঈম আহসান তালহা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এপিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী ও লোহাগাড়ার এনসিপির আহবায়ক জহির উদ্দিন প্রমুখ।

জানা যায়, এডভোকেট আলিফের পরিবারের স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এক কোটি টাকা অর্থ সহায়তা ফান্ড সংগ্রহের ঘোষণা দিয়েছিল মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

এডভোকেট সাইফুল ইসলাম আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যতের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার দারুণ ভূমিকা রাখবে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আমরা এক কোটি টাকার ফান্ড করতে না পারলেও একটি এমাউন্ট করতে পেরেছি। আজকেই এ ফান্ড সংগ্রহ কার্যক্রম এখানেই শেষ। তবে, এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম বলেন, শহীদ আলিফ আমাদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। তার পরিবারের সুখে দুখে আমরাও আছি। আলিফের স্মৃতি ধরে রাখার জন্য স্থায়ী দৃশ্যমান কোন স্থাপনা নির্মাণে স্বচেষ্টায় থাকবো।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।

বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

এমআর/সবা