১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
বিরল বৃক্ষনিধনে ক্ষোভে ফুঁসছে এলাকা

বাঁশখালীর বাণীগ্রামে সংঘবদ্ধ চক্রের হাতে শতাধিক গাছ কেটে লুট

চট্টগ্রামের বাঁশখালীর বাণীগ্রামে সংঘবদ্ধ একটি চক্রের হাতে শতাধিক মূল্যবান গাছ কেটে নেওয়া ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মালিকানাধীন বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পুলিশের উপস্থিতিতেই গাছগুলো লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১০–১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে প্রবেশ করে নির্বিচারে গাছ কাটতে শুরু করে। খবর পেয়ে এলাকাবাসী বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও গাছ কাটা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

বাগানমালিকের ভাতিজা বোরহান উদ্দিন বলেন, “মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও তাঁর পরিবার বর্তমানে এলাকায় থাকেন না। এই সুযোগে মিজান ও কামালের নেতৃত্বে একটি সিন্ডিকেট বহুদিন ধরে গাছ কাটার হুমকি দিচ্ছিল। আজ তারা শতাধিক গাছ কেটে নিয়ে গেছে। পুলিশকে খবর দিলেও কোনো সহায়তা পাইনি; বরং পুলিশের সামনেই তারা ট্রাকে গাছ তুলেছে।”

রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির এএসআই আবুল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে দুর্বৃত্তরা সংখ্যায় বেশি ছিল বলে গাছগুলো আটকানো যায়নি। বর্তমানে সেখানে গাছ কাটা বন্ধ রয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সন্ত্রাসী ও বৈলগাঁও ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আন্নর আলীর পুত্র মিজান মোল্লা এবং একই গ্রামের মৃত নছিম আলীর পুত্র কামাল উদ্দিনের নেতৃত্বেই এ বৃক্ষনিধন হয়।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে জায়গা দখল ও গাছ কাটাসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। সরকার পরিবর্তনের পর থেকে তারা স্থানীয়দের ভয়ভীতি ও মামলার হুমকি দিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে।

বিরল এই বৃক্ষনিধনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিরল বৃক্ষনিধনে ক্ষোভে ফুঁসছে এলাকা

বাঁশখালীর বাণীগ্রামে সংঘবদ্ধ চক্রের হাতে শতাধিক গাছ কেটে লুট

আপডেট সময় : ০৯:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীর বাণীগ্রামে সংঘবদ্ধ একটি চক্রের হাতে শতাধিক মূল্যবান গাছ কেটে নেওয়া ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মালিকানাধীন বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পুলিশের উপস্থিতিতেই গাছগুলো লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১০–১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে প্রবেশ করে নির্বিচারে গাছ কাটতে শুরু করে। খবর পেয়ে এলাকাবাসী বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও গাছ কাটা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

বাগানমালিকের ভাতিজা বোরহান উদ্দিন বলেন, “মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও তাঁর পরিবার বর্তমানে এলাকায় থাকেন না। এই সুযোগে মিজান ও কামালের নেতৃত্বে একটি সিন্ডিকেট বহুদিন ধরে গাছ কাটার হুমকি দিচ্ছিল। আজ তারা শতাধিক গাছ কেটে নিয়ে গেছে। পুলিশকে খবর দিলেও কোনো সহায়তা পাইনি; বরং পুলিশের সামনেই তারা ট্রাকে গাছ তুলেছে।”

রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির এএসআই আবুল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে দুর্বৃত্তরা সংখ্যায় বেশি ছিল বলে গাছগুলো আটকানো যায়নি। বর্তমানে সেখানে গাছ কাটা বন্ধ রয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সন্ত্রাসী ও বৈলগাঁও ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আন্নর আলীর পুত্র মিজান মোল্লা এবং একই গ্রামের মৃত নছিম আলীর পুত্র কামাল উদ্দিনের নেতৃত্বেই এ বৃক্ষনিধন হয়।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে জায়গা দখল ও গাছ কাটাসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। সরকার পরিবর্তনের পর থেকে তারা স্থানীয়দের ভয়ভীতি ও মামলার হুমকি দিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে।

বিরল এই বৃক্ষনিধনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

এমআর/সবা