সিরাজগঞ্জের রায়গঞ্জে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মালিকানা সম্পত্তি লিজ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে।
শনিবার দুপুরে উপজেলার উটরাহাজিপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মো. জামিল উদ্দিন অভিযোগ করেন, হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে লিজ দিয়েছেন।
তিনি জানান, উক্ত জমির মালিকানা বিষয়ে ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। পরবর্তীতে হাইকোর্ট ছয় মাসের জন্য স্থিতি বজায় রাখার নির্দেশ দিলেও সেই আদেশ উপেক্ষা করে লিজ প্রদান করা হয়।
জামিল উদ্দিন বলেন, “আমার সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সহকারী কমিশনার (ভূমি) নামজারির ব্যবস্থা নিচ্ছেন না। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রাণনাশের হুমকি পাচ্ছি।”
তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করা ও হাইকোর্টের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, “আদালতের ছয় মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। পরবর্তী কোনো নোটিশ বা আদেশ না পাওয়ায় আমরা পুকুরটি লিজ দিয়েছি। তবে নতুন কোনো আদেশ পেলে লিজ বাতিল করা হবে।”
এমআর/সবা




















