সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশকে ১৯১ রান করতে হবে। আফগানিস্তান ৪৪.৫ ওভারে ৯৫ রানের ইব্রাহিম জাদরানের নেতৃত্বে ১৯০ রানে ইনিংস শেষ করেছে। জাদরান ১৪০ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কায় ৯৫ রানে আউট হয়েছেন, আর মোহাম্মদ নবী ও আল্লাহ মোহাম্মদ গজনফর করেছেন ২২ রান করে।
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। তানজিম হাসান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশের ব্যাটিংয়ে ফিরেছেন রহমত শাহ, কিন্তু এক বল খেলার পর চোটের কারণে হুইলচেয়ারে মাঠ ছাড়তে হয়েছে। ফলে আফগানিস্তানের ইনিংস ১৯০ রানে থেমেছে।
বাংলাদেশের বোলিংয়ে তানভীর ইসলামও প্রথম ওভারে উইকেট তুলে নেন। আফগানদের প্রতিরোধ করতে মিরাজ ও রিশাদ দারুণ ক্যাচ ধরেছেন।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৯০/৯ (৪৪.৫ ওভার; জাদরান ৯৫, নবী ২২, গজনফর ২২; মিরাজ ৩/৪২, তানজিম ২/৩৫, রিশাদ ২/৩৭, তানভীর ১/৩৫)
বাংলাদেশের লক্ষ্য: ১৯১ রান
এমআর/সবা


























