রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপার্সন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়কে মানসম্মত ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করার এখনই সময়। শিক্ষাবান্ধব প্রশাসন, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি নবজাগরণের পথে এগিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন, বর্ণিল শোভাযাত্রা, কেক কাটা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলাই প্রধান লক্ষ্য।
এমআর/সবা


























