মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও মিরসরাই আসনের বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরী। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার করে মোট ১ লাখ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় শাহীদ চৌধুরী বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারুক, এটাই আমার কামনা।”
অনুদান প্রদান অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর মিঠানালা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে যায়, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয় এবং নুরুল কবির (৬২) নামে একজন আহত হন।
এমআর/সবা























