১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরকে প্রদেশ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ রংপুরকে প্রদেশ ঘোষণা সহ ৯ দফা দাবি করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ চত্ত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি দাবিগুলো তুলে ধরেন।

তিনি বলেন, “২০ বছর ধরে রংপুর জেলাকে নিয়ে রংপুর প্রদেশসহ সারা দেশের ৮টি বিভাগকে প্রদেশ করার আন্দোলন চালাচ্ছি। রংপুরের মানুষ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা, চাকরিসহ সব ক্ষেত্রে বৈষম্যের শিকার।” তিনি বর্তমান কেন্দ্রীভূত বাজেট নীতিকেও সমালোচনা করেন, উল্লেখ করে বলেন, “ঢাকা কেন্দ্রিক বাজেটের ৬৫ ভাগ, চট্টগ্রাম কেন্দ্রিক ২০ ভাগ এবং বাকি সারা দেশের জন্য মাত্র ১৫ ভাগ বাজেট বরাদ্দ থাকে।”

আমিন উদ্দিন আরও জানান, রংপুরসহ সারা দেশের ৮টি বিভাগকে প্রদেশ ঘোষণা, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশিক সরকার ও ফেডারেল সরকারের গঠন এবং স্বশাসিত উপজেলাসহ এক ব্যক্তির দুই ভোট নিশ্চিত করলে সব ধরনের বৈষম্য দূর হবে। তিনি বলেন, “আমরা এ দাবিতে কঠোর আন্দোলনে যাব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদি, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

রংপুরকে প্রদেশ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ রংপুরকে প্রদেশ ঘোষণা সহ ৯ দফা দাবি করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ চত্ত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি দাবিগুলো তুলে ধরেন।

তিনি বলেন, “২০ বছর ধরে রংপুর জেলাকে নিয়ে রংপুর প্রদেশসহ সারা দেশের ৮টি বিভাগকে প্রদেশ করার আন্দোলন চালাচ্ছি। রংপুরের মানুষ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা, চাকরিসহ সব ক্ষেত্রে বৈষম্যের শিকার।” তিনি বর্তমান কেন্দ্রীভূত বাজেট নীতিকেও সমালোচনা করেন, উল্লেখ করে বলেন, “ঢাকা কেন্দ্রিক বাজেটের ৬৫ ভাগ, চট্টগ্রাম কেন্দ্রিক ২০ ভাগ এবং বাকি সারা দেশের জন্য মাত্র ১৫ ভাগ বাজেট বরাদ্দ থাকে।”

আমিন উদ্দিন আরও জানান, রংপুরসহ সারা দেশের ৮টি বিভাগকে প্রদেশ ঘোষণা, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশিক সরকার ও ফেডারেল সরকারের গঠন এবং স্বশাসিত উপজেলাসহ এক ব্যক্তির দুই ভোট নিশ্চিত করলে সব ধরনের বৈষম্য দূর হবে। তিনি বলেন, “আমরা এ দাবিতে কঠোর আন্দোলনে যাব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদি, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

এমআর/সবা