কালীগঞ্জে (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সরকারি ভাতা ও অন্যান্য সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি। রবিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সংলগ্ন মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র এস.এম রবীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি বলেন, সরকার কমিউনিটি ক্লিনিক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছি, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা চালু করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধনের ফলে শিক্ষার মান ও হার বৃদ্ধি পেয়েছে। পৌরসভার নয় হাজার মানুষকে সরকারি বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সাবলম্বি হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকারকে নৌকায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এড. মাকসুদ উল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মীলা রোজারিও, কালীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী, সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী বশির, জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহম্মেদ, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সরকারের বিভিন্ন উপকারভোগী, আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।




















