০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
এইচএসসির ফলাফল

৩৪৫ প্রতিষ্ঠানের সবাই পাস, ২০২টিতে কেউই পাস করেনি

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে আশঙ্কাজনকভাবে, এবার ২০২টি প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

 

তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪ সালে) শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১,৩৮৮টি। সেই তুলনায় এবার তা কমে দাঁড়িয়েছে ৩৪৫টিতে, অর্থাৎ এক বছরে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১,০৪৩টি।

অন্যদিকে, ২০২৪ সালে যেখানে ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২০২টিতে। ফলে এক বছরের ব্যবধানে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, পাসের হার এবং প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের এই বিপরীতমুখী প্রবণতা দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

৫ উইকেটের কীর্তি গড়লেন প্রিয়ান্দানা

এইচএসসির ফলাফল

৩৪৫ প্রতিষ্ঠানের সবাই পাস, ২০২টিতে কেউই পাস করেনি

আপডেট সময় : ১১:২৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে আশঙ্কাজনকভাবে, এবার ২০২টি প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

 

তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪ সালে) শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১,৩৮৮টি। সেই তুলনায় এবার তা কমে দাঁড়িয়েছে ৩৪৫টিতে, অর্থাৎ এক বছরে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১,০৪৩টি।

অন্যদিকে, ২০২৪ সালে যেখানে ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২০২টিতে। ফলে এক বছরের ব্যবধানে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, পাসের হার এবং প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের এই বিপরীতমুখী প্রবণতা দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

এমআর/সবা