০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বকশিয়া ঘোনা মিনি ফুটবল টুর্ণামেন্ট

ইতালি ফ্রেন্ডস ক্লাবের জয়ে শুরু হলো প্রতিযোগিতা

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে বকশিয়া ঘোনা মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজাখালী ইউনিয়নের বকশিয়া ঘোনা লাল ব্রিজ মিনি স্টেডিয়ামে টুর্ণামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধন হয়।

উদ্বোধনী খেলায় অংশ নেয় চিকনীপাড়া ফুটবল একাডেমি, মহেশখালী ও ইতালি ফ্রেন্ডস ক্লাব, রাজাখালী। নির্ধারিত সময়ের খেলায় গোলরহিত ড্র-র পর ট্রাইব্রেকারে ২-০ গোলে জয় পায় ইতালি ফ্রেন্ডস ক্লাব। জয়ী দলের হয়ে গোল করেন ক্যাপ্টেন মিরাজ ও গোলরক্ষক সাগর। গোলকিপার ট্রাইব্রেকারে গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচজুড়ে দক্ষ নেতৃত্ব ও দৃঢ় পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অধিনায়ক মিরাজ।

খেলাটি পরিচালনা করেন কক্সবাজার ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য হারুনুর রশিদ। দর্শকদের জন্য খেলার ধারাভাষ্য দেন ক্রীড়া ধারাভাষ্যকার জিয়া উদ্দিন জিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সদস্য নুরুল আবছার বদু। এছাড়া উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ছৈয়দ নুর এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মোস্তাক আহমদ।

বক্তারা বলেন, “গ্রামীণ পর্যায়ে ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অনৈতিকতা থেকে দূরে রাখতে কার্যকর। এই ধরনের প্রতিযোগিতা দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে সহায়ক।”

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুবিন জানান, এবারের আসরে ৮টি দল অংশ নিচ্ছে। মূল লক্ষ্য কেবল ফুটবল নয়, বরং যুব সমাজের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা। ভবিষ্যতে বড় পরিসরে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা পর্যায়ের টুর্ণামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

বকশিয়া ঘোনা মিনি ফুটবল টুর্ণামেন্ট

ইতালি ফ্রেন্ডস ক্লাবের জয়ে শুরু হলো প্রতিযোগিতা

আপডেট সময় : ০৮:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে বকশিয়া ঘোনা মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজাখালী ইউনিয়নের বকশিয়া ঘোনা লাল ব্রিজ মিনি স্টেডিয়ামে টুর্ণামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধন হয়।

উদ্বোধনী খেলায় অংশ নেয় চিকনীপাড়া ফুটবল একাডেমি, মহেশখালী ও ইতালি ফ্রেন্ডস ক্লাব, রাজাখালী। নির্ধারিত সময়ের খেলায় গোলরহিত ড্র-র পর ট্রাইব্রেকারে ২-০ গোলে জয় পায় ইতালি ফ্রেন্ডস ক্লাব। জয়ী দলের হয়ে গোল করেন ক্যাপ্টেন মিরাজ ও গোলরক্ষক সাগর। গোলকিপার ট্রাইব্রেকারে গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচজুড়ে দক্ষ নেতৃত্ব ও দৃঢ় পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অধিনায়ক মিরাজ।

খেলাটি পরিচালনা করেন কক্সবাজার ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য হারুনুর রশিদ। দর্শকদের জন্য খেলার ধারাভাষ্য দেন ক্রীড়া ধারাভাষ্যকার জিয়া উদ্দিন জিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সদস্য নুরুল আবছার বদু। এছাড়া উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ছৈয়দ নুর এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মোস্তাক আহমদ।

বক্তারা বলেন, “গ্রামীণ পর্যায়ে ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অনৈতিকতা থেকে দূরে রাখতে কার্যকর। এই ধরনের প্রতিযোগিতা দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে সহায়ক।”

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুবিন জানান, এবারের আসরে ৮টি দল অংশ নিচ্ছে। মূল লক্ষ্য কেবল ফুটবল নয়, বরং যুব সমাজের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা। ভবিষ্যতে বড় পরিসরে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা পর্যায়ের টুর্ণামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এমআর/সবা