রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) অগ্নিকাণ্ডে দেশের পোশাক শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল, রপ্তানির জন্য প্রস্তুত পোশাক এবং ব্যবসায়িক স্যাম্পল পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।
বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান রোববার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে বলেন, “এটি দেশের রপ্তানি বাণিজ্যের জন্য মারাত্মক ক্ষতি। বিশেষ করে হাই ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্ট পুরোপুরি ধ্বংস হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ স্যাম্পল হারানো মানে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে।”
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বিজিএমইএর সদস্যদের কাছে অনলাইন ডেটা কালেকশন পোর্টালের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিজিএমইএ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কাস্টমস এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সভা করবে।
অগ্নিকাণ্ডের পর আমদানি সেকশন সম্পূর্ণ পুড়ে গেছে। বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ জানান, নতুন জায়গা সুবিধাজনক করার জন্য টার্মিনাল-৩-এ ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে পণ্য দ্রুত ক্লিয়ার করা যায় এবং রপ্তানি ব্যাহত না হয়।
এমআর/সবা


























