নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেট পাস ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা নির্ধারণের পর চট্টগ্রাম বন্দরে সৃষ্ট অচলাবস্থা সাময়িকভাবে নিরসন হয়েছে। বন্দর চেয়ারম্যান পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে বর্ধিত ফি স্থগিত রাখার আশ্বাস দিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে পরিবহন মালিক–শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান বন্দর সচিব মো. ওমর ফারুক।
তিনি বলেন, “সরকারি গেজেট সংশোধনের এখতিয়ার বন্দর প্রশাসনের নেই। তবু আমদানি-রফতানির স্বার্থে আপাতত শুধু যানবাহন খাতে বাড়তি ট্যারিফ স্থগিত থাকবে। বিষয়টি চবক বোর্ডে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।” মালিক—শ্রমিকেরা জানান, আগের নিয়মে ৫৭ টাকা ৫০ পয়সায় পাস মিললে তারা কাজে ফিরবেন।
বৈঠকে উপস্থিত পরিবহন সংগঠনের নেতারা জানান, প্রতিদিন প্রায় ৮ থেকে ৯ হাজার পণ্যবাহী ট্রাক–কাভার্ডভ্যান বন্দর এলাকায় চলাচল করে। দীর্ঘদিন বন্ধ থাকলে আমদানি-রফতানি শৃঙ্খল ধসে পড়ার আশঙ্কা ছিল।
এদিকে সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মচারীদের কর্মবিরতি এবং পোর্ট ইউজার ফোরামের হুঁশিয়ারির মধ্যেই আলোচনাটি হয়। পরিবহন নেতারা লিখিতভাবে স্থগিতাদেশ পেলে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেবেন বলে জানান।
এমআর/সবা


























