০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি–২০২৫: ময়মনসিংহ বোর্ডে শীর্ষে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ফল করে শীর্ষস্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (কেবি কলেজ)। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯.৪৭ শতাংশ; ৩৭৬ জন পেয়েছে জিপিএ–৫।

রবিবার (১৯ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, “গুণগত শিক্ষা ও শৃঙ্খলাই আমাদের সাফল্যের ভিত্তি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাতেই এ ফলাফল এসেছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়— মোট অংশগ্রহণ: ৭৫৮ জন, উত্তীর্ণ: ৭৫৪ জন, বিজ্ঞান বিভাগে পাসের হার: ৯৯.৮৫%, ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার: ৯৬.৫৯%, জিপিএ–৫: ৩৭৬ জন।

অধ্যক্ষ জানান, কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল ল্যাব, লাইব্রেরি কার্ড সিস্টেম, মডেল টেস্ট ও মেন্টরিং সেশনের মাধ্যমে নিয়মিত শিক্ষার মানোন্নয়ন হয়। বর্তমানে এখানে ৩৬ জন শিক্ষক ও ২৭ জন কর্মকর্তা–কর্মচারী কর্মরত।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি কেবল ভালো ফল নয়, বরং নৈতিক, দায়িত্বশীল ও সমাজ–সচেতন নাগরিক গড়ে তোলায় গুরুত্ব দেয়। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কেবি কলেজের শিক্ষার্থীদের বিসিএস, ভর্তি পরীক্ষা এবং অলিম্পিয়াডে অর্জিত সাফল্যের কথাও তিনি তুলে ধরেন।

১৯৮৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এ কলেজটি বর্তমানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

এইচএসসি–২০২৫: ময়মনসিংহ বোর্ডে শীর্ষে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

আপডেট সময় : ০৬:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ফল করে শীর্ষস্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (কেবি কলেজ)। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯.৪৭ শতাংশ; ৩৭৬ জন পেয়েছে জিপিএ–৫।

রবিবার (১৯ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, “গুণগত শিক্ষা ও শৃঙ্খলাই আমাদের সাফল্যের ভিত্তি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাতেই এ ফলাফল এসেছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়— মোট অংশগ্রহণ: ৭৫৮ জন, উত্তীর্ণ: ৭৫৪ জন, বিজ্ঞান বিভাগে পাসের হার: ৯৯.৮৫%, ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার: ৯৬.৫৯%, জিপিএ–৫: ৩৭৬ জন।

অধ্যক্ষ জানান, কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল ল্যাব, লাইব্রেরি কার্ড সিস্টেম, মডেল টেস্ট ও মেন্টরিং সেশনের মাধ্যমে নিয়মিত শিক্ষার মানোন্নয়ন হয়। বর্তমানে এখানে ৩৬ জন শিক্ষক ও ২৭ জন কর্মকর্তা–কর্মচারী কর্মরত।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি কেবল ভালো ফল নয়, বরং নৈতিক, দায়িত্বশীল ও সমাজ–সচেতন নাগরিক গড়ে তোলায় গুরুত্ব দেয়। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কেবি কলেজের শিক্ষার্থীদের বিসিএস, ভর্তি পরীক্ষা এবং অলিম্পিয়াডে অর্জিত সাফল্যের কথাও তিনি তুলে ধরেন।

১৯৮৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এ কলেজটি বর্তমানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

এমআর/সবা