চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ শনিবার (১৮ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার হন। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, নাছির উদ্দিন রিয়াজের বিরুদ্ধে খুন, হত্যা, বিস্ফোরক দ্রব্য ও হত্যার চেষ্টা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
ওসি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” নাছির উদ্দিন রিয়াজকে আদালতে পাঠানো হয়েছে।
এমআর/সবা




















