১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডেতে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ: পুরো ইনিংস শুধুমাত্র স্পিনাররা বল করাল

ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো কোনো দল পুরো ইনিংস স্পিনারদের দিয়ে বল করিয়েছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে স্পিন সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজ ৪ জন জেনুইন স্পিনার এবং ১ জন পার্ট-টাইম স্পিনারকে ব্যবহার করে নতুন রেকর্ড গড়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) টস জিতে বোলিংয়ে নেমে পুরো ৫০ ওভার একজন ফার্স্ট বোলারও ব্যবহার করেনি ওয়েস্ট ইন্ডিজ। দলে ২ জন পেসার থাকলেও তারা শুধুমাত্র ফিল্ডিংয়ে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৩৪ ওভার স্পিন বোলিং করেছিল ক্যারিবীয়রা; মিরপুরে সেই রেকর্ডও ছাড়িয়ে নতুন মাইলফলক গড়েছে দলটি।

 

স্পিন সহায়ক পিচের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই চারজন করে জেনুইন স্পিনার খেলিয়েছে। বাংলাদেশ শেষবার চার স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ২০২২ সালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। আজও একমাত্র পেসার হিসেবে খেলেছেন মুস্তাফিজুর রহমান।

খেলায় তাইজুল ইসলামের ৫ উইকেটের সাহায্যে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ জয় পায় ৪ উইকেট এবং ৯ বল হাতে রেখে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ওয়ানডেতে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ: পুরো ইনিংস শুধুমাত্র স্পিনাররা বল করাল

আপডেট সময় : ০৬:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো কোনো দল পুরো ইনিংস স্পিনারদের দিয়ে বল করিয়েছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে স্পিন সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজ ৪ জন জেনুইন স্পিনার এবং ১ জন পার্ট-টাইম স্পিনারকে ব্যবহার করে নতুন রেকর্ড গড়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) টস জিতে বোলিংয়ে নেমে পুরো ৫০ ওভার একজন ফার্স্ট বোলারও ব্যবহার করেনি ওয়েস্ট ইন্ডিজ। দলে ২ জন পেসার থাকলেও তারা শুধুমাত্র ফিল্ডিংয়ে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৩৪ ওভার স্পিন বোলিং করেছিল ক্যারিবীয়রা; মিরপুরে সেই রেকর্ডও ছাড়িয়ে নতুন মাইলফলক গড়েছে দলটি।

 

স্পিন সহায়ক পিচের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই চারজন করে জেনুইন স্পিনার খেলিয়েছে। বাংলাদেশ শেষবার চার স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ২০২২ সালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। আজও একমাত্র পেসার হিসেবে খেলেছেন মুস্তাফিজুর রহমান।

খেলায় তাইজুল ইসলামের ৫ উইকেটের সাহায্যে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ জয় পায় ৪ উইকেট এবং ৯ বল হাতে রেখে।

এমআর/সবা