ঈদগাঁওয়ে ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সফলভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় বাস্তবায়িত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এদিন মোট ৪৬৮ জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য সহকারী মফিজুল ইসলাম জানান, রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে।
পরিবার-পরিকল্পনা পরিদর্শক রুমি আহমেদ বলেন, একজন এফ ডব্লিউএ ও তিনজন স্বেচ্ছাসেবীর সহযোগিতায় বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এ কার্যক্রম দেশের শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
অন্যান্য উপস্থিত ছিলেন এফ ডব্লিউএ বাসন্তী রানি চৌধুরী, স্বেচ্ছাসেবী রিয়াজুল জান্নাত, ফারিয়াতুল জান্নাত ও রূকসী।
এমআর/সবা























