৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ‘পদ্মা’ অঞ্চল পর্যায়ের হ্যান্ডবল খেলায় বালিকা বিভাগে ভিকারুননিসা নুন স্কুল এবং বালক বিভাগে রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।

ঢাকার শাজাহানপুর রমনা রেলওয়ে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালিকা বিভাগে ভিকারুননিসা ১৭-৮ গোলে ময়মনসিংহের ফুলকুঁড়ি একাডেমি স্কুলকে এবং বালক বিভাগে রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ১৮-১৭ গোলে ময়মনসিংহ জেলা স্কুলকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে।
আরকে/সবা


























