ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।
শনিবার দুপুরে ফেনী ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন।
তিনি জানান, শনিবার ভোরে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও জোরারগঞ্জ সীমান্ত এলাকা থেকে শাড়ি, তৈরি পোশাক ও ভারতীয় গরুসহ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়।
বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে—সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে।
এমআর/সবা






















