নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হামেশা ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রাজধানীর গুলশান থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে আটক করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, আসাদুল ইসলাম নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় ব্যবসার নামে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন। তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকার কাঁচামাল আত্মসাৎ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ব্যবসায়ীর টাকা আদায় না দিয়ে মারধর ও হুমকি ধামকি দিয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় তিনটি মামলা ও একাধিক সাধারণ ডায়েরি রয়েছে। বিশেষ করে তানভীর ফ্লাওয়ার এন্ড ডাল মিলসের সঙ্গে ব্যবসার সূত্রে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।
এমআর/সবা




















