০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিআরবিতে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজের ট্রফি উন্মোচন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও সবুজে ঘেরা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) প্রাঙ্গণে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিসিবি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক, বিসিবি সভাপতি, ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সিরিজ শুরুর আগে এমন উন্মুক্ত ও জনসম্পৃক্ত আয়োজন চট্টগ্রামে বিরল এক উদযাপনের সুযোগ তৈরি করে।

সকালে থেকেই সিআরবি প্রাঙ্গণে ভিড় জমায় হাজারো ক্রিকেটপ্রেমী। ব্যানার, পতাকা, আলোকসজ্জা এবং ক্রিকেট–থিমে সাজসজ্জা পুরো এলাকা উৎসবমুখর করে তোলে। দুপুর ১২টার দিকে দুই অধিনায়ক একসঙ্গে পর্দা সরিয়ে সোনালি ট্রফি তুলে ধরেন। সেই মুহূর্তে করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। ট্রফি উন্মোচনের পর দুই অধিনায়ক জানান, এমন প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানে এ আয়োজন ক্রিকেটের সঙ্গে সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করবে।

 

অনুষ্ঠানে ছিল স্থানীয় সংস্কৃতি ও শিল্পের পরিবেশনা। স্কুল–কলেজ শিক্ষার্থীদের ট্রফি প্যারেড, শিশুদের স্লোগান এবং সবার অংশগ্রহণ এ আয়োজনকে জনসম্পৃক্ততার নতুন দৃষ্টান্তে পরিণত করে। ট্রফি উন্মোচনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

বিসিবি সভাপতি জানান, ক্রিকেটকে মাঠের বাইরে এনে দেশের ঐতিহ্য ও পর্যটনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা চলছে এবং ভবিষ্যতে দেশের অন্যান্য ঐতিহাসিক স্থানে এ ধরনের আয়োজন করা হতে পারে। তার মতে, এটি শুধু খেলাধুলার প্রচার নয়, বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ড ইমেজ গড়ে তোলারও একটি বড় মাধ্যম।

আগামী ২৮, ৩০ অক্টোবর এবং ২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে ঘিরে চট্টগ্রাম শহর এখন এক উৎসবের আবহে, যা স্থানীয় অর্থনীতি ও পর্যটনকেও সক্রিয় করে তুলছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সিআরবিতে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজের ট্রফি উন্মোচন

আপডেট সময় : ০৪:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও সবুজে ঘেরা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) প্রাঙ্গণে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিসিবি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক, বিসিবি সভাপতি, ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সিরিজ শুরুর আগে এমন উন্মুক্ত ও জনসম্পৃক্ত আয়োজন চট্টগ্রামে বিরল এক উদযাপনের সুযোগ তৈরি করে।

সকালে থেকেই সিআরবি প্রাঙ্গণে ভিড় জমায় হাজারো ক্রিকেটপ্রেমী। ব্যানার, পতাকা, আলোকসজ্জা এবং ক্রিকেট–থিমে সাজসজ্জা পুরো এলাকা উৎসবমুখর করে তোলে। দুপুর ১২টার দিকে দুই অধিনায়ক একসঙ্গে পর্দা সরিয়ে সোনালি ট্রফি তুলে ধরেন। সেই মুহূর্তে করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। ট্রফি উন্মোচনের পর দুই অধিনায়ক জানান, এমন প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানে এ আয়োজন ক্রিকেটের সঙ্গে সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করবে।

 

অনুষ্ঠানে ছিল স্থানীয় সংস্কৃতি ও শিল্পের পরিবেশনা। স্কুল–কলেজ শিক্ষার্থীদের ট্রফি প্যারেড, শিশুদের স্লোগান এবং সবার অংশগ্রহণ এ আয়োজনকে জনসম্পৃক্ততার নতুন দৃষ্টান্তে পরিণত করে। ট্রফি উন্মোচনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

বিসিবি সভাপতি জানান, ক্রিকেটকে মাঠের বাইরে এনে দেশের ঐতিহ্য ও পর্যটনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা চলছে এবং ভবিষ্যতে দেশের অন্যান্য ঐতিহাসিক স্থানে এ ধরনের আয়োজন করা হতে পারে। তার মতে, এটি শুধু খেলাধুলার প্রচার নয়, বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ড ইমেজ গড়ে তোলারও একটি বড় মাধ্যম।

আগামী ২৮, ৩০ অক্টোবর এবং ২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে ঘিরে চট্টগ্রাম শহর এখন এক উৎসবের আবহে, যা স্থানীয় অর্থনীতি ও পর্যটনকেও সক্রিয় করে তুলছে।

এমআর/সবা