১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুদিন ধরে আইসিইউতে শ্রেয়াস আইয়ার, প্লীহায় আঘাত — স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় গুরুতর আহত হয়ে দুই দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন ভারতের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বিসিসিআই জানিয়েছে, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

শনিবার ফিল্ডিংয়ের সময় অ্যালেক্স কেয়ারির ক্যাচ ধরতে গিয়ে বাজেভাবে পড়ে বাঁ পাঁজরের নিচে গুরুতর আঘাত পান শ্রেয়াস। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি এবং কিছুক্ষণ পর দ্রুত সিডনির একটি হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আঘাতে শ্রেয়াসের প্লীহা (spleen) ক্ষতিগ্রস্ত হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা তাকে আইসিইউতে রেখেই পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ের মধ্যে রক্তক্ষরণ কমে না এলে তাকে আরও দীর্ঘ সময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হতে পারে।

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, “স্ক্যানে প্লীহায় চোট ও রক্তক্ষরণ ধরা পড়েছে। তিনি চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং ধীরে ধীরে সেরে উঠছেন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের পরামর্শে তার চোটের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয় দলের চিকিৎসক পুরো সময় তার পাশে রয়েছেন।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি, নৈশপ্রহরীকে বেঁধে গরু লুট

দুদিন ধরে আইসিইউতে শ্রেয়াস আইয়ার, প্লীহায় আঘাত — স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন

আপডেট সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় গুরুতর আহত হয়ে দুই দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন ভারতের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বিসিসিআই জানিয়েছে, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

শনিবার ফিল্ডিংয়ের সময় অ্যালেক্স কেয়ারির ক্যাচ ধরতে গিয়ে বাজেভাবে পড়ে বাঁ পাঁজরের নিচে গুরুতর আঘাত পান শ্রেয়াস। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি এবং কিছুক্ষণ পর দ্রুত সিডনির একটি হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আঘাতে শ্রেয়াসের প্লীহা (spleen) ক্ষতিগ্রস্ত হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা তাকে আইসিইউতে রেখেই পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ের মধ্যে রক্তক্ষরণ কমে না এলে তাকে আরও দীর্ঘ সময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হতে পারে।

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, “স্ক্যানে প্লীহায় চোট ও রক্তক্ষরণ ধরা পড়েছে। তিনি চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং ধীরে ধীরে সেরে উঠছেন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের পরামর্শে তার চোটের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয় দলের চিকিৎসক পুরো সময় তার পাশে রয়েছেন।”

এমআর/সবা