চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি এম আবদুল হালিম এবং একইদিন তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের পংকজ রায় (২৭) ও সীমান্ত দাস (২২), বোচাগঞ্জের জাহাঙ্গীর আলম (১৯) এবং নড়াইলের রিয়াজল ইসলাম (২৮)। এসময় তাদের কাছ থেকে কারখানার চুরি হওয়া ৪টি গোল্ডবাট্টি (সীষা) উদ্ধার করা হয়।
ওসি এম আবদুল হালিম জানান, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কারখানা থেকে চুরি হওয়া মালামালসহ চারজনকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমআর/সবা




















