রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়াকে (২২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামিল মিয়া রংপুরের কাউনিয়া উপজেলার ছিট নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৯ আগস্ট রাতে স্ত্রী ও মায়ের মধ্যে কলহের জেরে ঘুমন্ত মায়ের মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন জামিল। এরপর লাশ ঘরের মাটি খুঁড়ে পুঁতে রাখেন। কয়েকদিন পর এলাকাবাসী ঘরের মাটি উঁচু দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং জামিলকে আটক করে।
মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন এবং এটি সামাজিক অবক্ষয়ের ভয়াবহ দৃষ্টান্ত। আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।

























