০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রোয়াংছড়ি জেতবন বিহারে ৫৬তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৬তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রোয়াংছড়ি কেন্দ্রীয় বিহার থেকে অনুষ্ঠান শুরু হয়ে রোয়াংছড়ি পাড়া ও বাজার পাড়া অতিক্রম করে প্রথম পর্বে বৌদ্ধ ভিক্ষুরা সারিবদ্ধভাবে পিন্ডাচরণ করেন। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মপ্রাণরা ফলমূল ও অন্যান্য দানীয় সামগ্রী ভিক্ষুদের কাছে প্রদান করেন।

 

দ্বিতীয় পর্বে দুপুর ৩টায় দায়ক দায়িকাদের পঞ্চশীল গ্রহণের মাধ্যমে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি উ. পঞঞানাইন্দা মহারো। প্রধান অতিথি ছিলেন ভাঙ্গামুড়া বিহারের অধ‍্যক্ষ ও বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উ. সোমা মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মাধবী মারমা, হেডম্যান চসিংপ্রু, শৈসাঅং মারমা, পরিচালনা কমিটির সভাপতি হ্লামং মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ক্যসাইনু মারমাসহ আরও অনেকে।

বিভিন্ন পাড়া থেকে হাজারো ধর্মপ্রাণ নারী-পুরুষ, কিশোর-কিশোরী এবং যুবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন, সমাবেত প্রার্থনা এবং ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দানোৎসবের সমাপ্তি ঘটে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

রোয়াংছড়ি জেতবন বিহারে ৫৬তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

আপডেট সময় : ০৬:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৬তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রোয়াংছড়ি কেন্দ্রীয় বিহার থেকে অনুষ্ঠান শুরু হয়ে রোয়াংছড়ি পাড়া ও বাজার পাড়া অতিক্রম করে প্রথম পর্বে বৌদ্ধ ভিক্ষুরা সারিবদ্ধভাবে পিন্ডাচরণ করেন। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মপ্রাণরা ফলমূল ও অন্যান্য দানীয় সামগ্রী ভিক্ষুদের কাছে প্রদান করেন।

 

দ্বিতীয় পর্বে দুপুর ৩টায় দায়ক দায়িকাদের পঞ্চশীল গ্রহণের মাধ্যমে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি উ. পঞঞানাইন্দা মহারো। প্রধান অতিথি ছিলেন ভাঙ্গামুড়া বিহারের অধ‍্যক্ষ ও বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উ. সোমা মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মাধবী মারমা, হেডম্যান চসিংপ্রু, শৈসাঅং মারমা, পরিচালনা কমিটির সভাপতি হ্লামং মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ক্যসাইনু মারমাসহ আরও অনেকে।

বিভিন্ন পাড়া থেকে হাজারো ধর্মপ্রাণ নারী-পুরুষ, কিশোর-কিশোরী এবং যুবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন, সমাবেত প্রার্থনা এবং ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দানোৎসবের সমাপ্তি ঘটে।

এমআর/সবা