সাকিব আল হাসান নাহিদ, জামালপুর
স্মার্ট বাংলাদেশ নির্মাণে সকলের প্রতি এক যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোঃ শফিউর রহমান। মঙ্গলবার (১৭ অক্টোবর) মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভায়
মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। পরে উপজেলার ঐতিহ্য, সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন ও এসব বিষয়ে সকলকে সাথে নিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচিতি ও মতবিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন, হাজরাবাড়ি পৌর মেয়র সামছুজ্জামান,কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল,মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশীদ,
দুরমুঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী। সাংবাদিক বৃন্দ।
বক্তারা মেলান্দহের শিক্ষা-স্বাস্থ্য, কৃষি , আইন শৃঙ্খলা, বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।
























