চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম সামান্য কমেছে। গত দুই সপ্তাহে পাম তেলের দাম মণপ্রতি ৬ হাজার ৫০ টাকা থেকে কমে ৫ হাজার ৯০০ টাকায় এবং সয়াবিন তেল বিক্রি হচ্ছে মণপ্রতি ৬ হাজার ৭৫০ টাকায়। ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের বুকিং দর কমার কারণে দাম নিম্নমুখী।
তবে ভোক্তারা পাইকারি দামের এই কমতি থেকে তেমন সুবিধা পাচ্ছেন না। বাজারের নিয়ন্ত্রণে ডেলিভারি অর্ডার (ডিও) স্লিপের অবৈধ প্রথা বড় ভূমিকা রাখছে। অনেক ক্ষেত্রে পণ্য হাতে না থাকলেও আগাম ডিও কিনে ব্যবসায়ীরা দাম স্থির রাখেন। এছাড়া কিছু বড় শিল্প গ্রুপের প্রভাবের কারণে বাজারে স্বাভাবিক নিয়ন্ত্রণ কার্যকর হচ্ছে না।
স্থানীয়রা দাবি করছেন, সরকার যদি ভোজ্যতেলের আমদানি উন্মুক্ত করে এবং বাজার মনিটরিং জোরদার করে, তবে ভোজ্যতেলের দাম স্থিতিশীল করা সম্ভব হবে।
এমআর/সবা


























