রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জের উদ্যোগে তিন দিনব্যাপী অষ্টপ্রহর মহানাম যজ্ঞ, শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট লীলা স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। গুরু মহারাজের তৃতীয় তিথি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবে বিভিন্ন স্থান থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মহোৎসবের প্রথম দিনে, ৭ নভেম্বর শুক্রবার ব্রহ্মমুহূর্তে মঙ্গল আরতি ও বাল্যভোগ নিবেদন শেষে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা এবং সকাল ১১টায় বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দের পরিবেশনায় ধর্মীয় সংগীতানুষ্ঠান।
দুপুর ১২টায় ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী শ্রী মাধব গৌর দাস বাবাজী মহারাজ। উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের মঠাধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ট্রাস্টি শ্রীযুক্ত দীপক কুমার পালিত।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জজকোর্টের সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক, জেলা যুবদলের সভাপতি নুরু নবীসহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
আলোচনা সভার সঞ্চালনা করেন সাংবাদিক হারাধন কর্মকার।
এমআর/সবা


























