০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ায় পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (বয়স প্রায় ৪০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শান্তির মা দিঘী থেকে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তির মা দিঘীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির শরীরে কোনো কাপড় ছিল না।

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরের কয়েকটি স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। পুকুরের মাছের কামড়ে ক্ষত হয়েছে নাকি অন্য কোনো কারণে আঘাতের চিহ্ন, তা যাচাই করা হচ্ছে।

তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (বয়স প্রায় ৪০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শান্তির মা দিঘী থেকে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তির মা দিঘীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির শরীরে কোনো কাপড় ছিল না।

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরের কয়েকটি স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। পুকুরের মাছের কামড়ে ক্ষত হয়েছে নাকি অন্য কোনো কারণে আঘাতের চিহ্ন, তা যাচাই করা হচ্ছে।

তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এমআর/সবা