জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৩৬ ফ্লাইটের ৫ যাত্রীর কাছ থেকে মোট ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক আটক (ডিম করা) করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের কাছ থেকে পাওয়া স্বর্ণের মধ্যে অংশ দফায়-দফায় যাত্রীদের দেওয়া হয়েছে। যেমন, জেসমিন আক্তারের ২০০ গ্রাম স্বর্ণের ১০০ গ্রাম তাকে দেওয়া হয়, বাকি ১০০ গ্রাম ডিম করা হয়। একইভাবে অন্যান্য চার যাত্রীর স্বর্ণও বিধিমালা অনুযায়ী ভাগ করা হয় এবং বাকি অংশ ডিম করা হয়।
মোট ৫ যাত্রীর কাছে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ থাকলেও, যাত্রীদের হাতে রাখা হয়েছে ৫০০ গ্রাম এবং বাকি ৭০০ গ্রাম স্বর্ণ ডিম করা হয়েছে। সমস্ত যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
এমআর/সবা






















