আজ রাজধানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধার্য করার প্রেক্ষিতে এবং আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে দিনব্যাপী নজরকাড়া কার্যক্রম ও ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ও ভাঙচুর
বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু পরিত্যক্ত ব্যানার ও ময়লা-আবর্জনায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা ভাঙচুরও চালায় এবং ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও’, ‘যুবলীগের কালো হাত ভেঙে দাও’ শীর্ষক স্লোগান দেয়। তবে ফায়ার সার্ভিস জানায়, আগুন তেমন বড় নয়।
শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের প্যানেল রায়ের দিন ধার্য করেছেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা। গত ২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সমাপনী বক্তব্য উপস্থাপন করেন।
চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, “আমরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছি। আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন।”
জাতির উদ্দেশ্যে ভাষণ—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা জানান এবং রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫ অনুমোদনের বিষয়টি তুলে ধরেন।
উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে প্রেরণের পূর্বে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন।
নাশকতার চেষ্টায় ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকায় নাশকতা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত আরও ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীতে সাধারণ জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে সড়কে যানবাহনের চলাচল সামান্য কম ছিল।
আজকের দিনটি ছিল ট্রাইব্যুনাল রায়, জাতীয় ভাষণ এবং রাজনৈতিক কার্যক্রমের দিক থেকে গুরুত্বপূর্ণ।
এমআর/সবা


























