০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে গোল হজম, হামজার জোড়া গোলেও ড্র করল বাংলাদেশ

হামজার জোড়া গোলেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল হজম করল বাংলাদেশ। কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে নেপালকে সমতায় ফিরিয়েছেন অনন্ত তামাং। বাংলাদেশ ২, নেপাল ২।
নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জয়ের খুব কাছেও গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে থাকা লাল–সবুজরা দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজা চৌধুরীর জোড়া গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায়। তবে অতিরিক্ত সময়ে নেপাল গোল করে ম্যাচটিকে ২–২ সমতায় ফেরায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে বাংলাদেশের সমতার গোল। ফয়সাল ফাহিমের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন নেপালের সুমিত শ্রেষ্ঠা। বল পেয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বক্সে তুলে দেন, সেখান থেকে দূরহ কোণ থেকে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করেন হামজা চৌধুরী।

মাত্র কয়েক মিনিট পরই বক্সে রাকিব হোসেনকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে লিড নিশ্চিত করেন হামজা। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচে চার গোল করলেন এই তারকা মিডফিল্ডার।

এর আগে প্রথমার্ধে সুমিত শ্রেষ্ঠার গোলে এগিয়ে যায় নেপাল। তবে দ্বিতীয়ার্ধে হামজার নৈপুণ্যে ম্যাচ ঘুরে দাঁড়ালেও শেষ মুহূর্তে নেপালের গোল রুখতে পারেনি বাংলাদেশ। ফলে ম্যাচ শেষ হয় ২–২ সমতায়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

শেষ মুহূর্তে গোল হজম, হামজার জোড়া গোলেও ড্র করল বাংলাদেশ

আপডেট সময় : ১০:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

হামজার জোড়া গোলেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল হজম করল বাংলাদেশ। কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে নেপালকে সমতায় ফিরিয়েছেন অনন্ত তামাং। বাংলাদেশ ২, নেপাল ২।
নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জয়ের খুব কাছেও গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে থাকা লাল–সবুজরা দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজা চৌধুরীর জোড়া গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায়। তবে অতিরিক্ত সময়ে নেপাল গোল করে ম্যাচটিকে ২–২ সমতায় ফেরায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে বাংলাদেশের সমতার গোল। ফয়সাল ফাহিমের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন নেপালের সুমিত শ্রেষ্ঠা। বল পেয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বক্সে তুলে দেন, সেখান থেকে দূরহ কোণ থেকে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করেন হামজা চৌধুরী।

মাত্র কয়েক মিনিট পরই বক্সে রাকিব হোসেনকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে লিড নিশ্চিত করেন হামজা। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচে চার গোল করলেন এই তারকা মিডফিল্ডার।

এর আগে প্রথমার্ধে সুমিত শ্রেষ্ঠার গোলে এগিয়ে যায় নেপাল। তবে দ্বিতীয়ার্ধে হামজার নৈপুণ্যে ম্যাচ ঘুরে দাঁড়ালেও শেষ মুহূর্তে নেপালের গোল রুখতে পারেনি বাংলাদেশ। ফলে ম্যাচ শেষ হয় ২–২ সমতায়।

এমআর/সবা