আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেলপুকুর ইউনিয়নের নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলপুকুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপি সদস্য, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
শুক্রবার (১৪নভেম্বর) বিকাল ৪ টার দিকে রাজশাহীর পুঠিয়ার উপজেলার বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল রাকিব, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মোস্তাক আহমেদ, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়ের আসাদুল ইসলাম আসাদ, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, পুঠিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু বাক্কার, পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াশিম আলী, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, শিবপুর হাট ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম প্রমুখ।
এমআর/সবা























