ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিন্যা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ সুশান্ত মালো (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্র এবং ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, হরিন্যা গ্রামের শ্রী শ্রী সার্বজনীন রাধা–গোবিন্দ মন্দিরের প্রায় ৪৬ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, মো. বাবুল বেপারী নামের এক ব্যক্তি গোপনে মহাদেব ঘোষের কাছ থেকে এ জমি ক্রয় করে দখলের চেষ্টা করেন। এরপর আদালতে ১৪৪ ধারায় মামলা হলে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
স্হানীয় নন্দ ঘোষ বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার ভোরে বাবুল বেপারী, জয়দেব ঘোষ, সুশান্ত মালো, রাধাকান্ত মালো সহ ২০–২৫ জন উক্ত জমি দখল করতে আসে। তারা রামদা, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন নারীও মারধর ও শ্লীলতাহানির শিকার হন।”
অন্যদিকে অভিযুক্ত মো. বাবুল বেপারী দাবি করেন, “আমি আমার নিজস্ব জমিতে ভোরে ঘর তুলতে যাই। আমার সঙ্গে ৩–৪ জন মিস্ত্রি ছিল। তখন নন্দ ঘোষসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আমরাও আহত হই।”
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুশান্ত মালোকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।”
এমআর/সবা
























