০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে নিরাপত্তা জোরদার, টহলে বাড়ছে জনআস্থা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনভর পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, ঘনবসতিপূর্ণ এলাকা ও প্রবেশপথগুলোতে পুলিশ সদস্যরা সক্রিয় দায়িত্ব পালন করছেন। প্রতিদিনের মতো সোমবারও তিনি বিভিন্ন পয়েন্টে টহল কার্যক্রম ঘুরে ঘুরে তদারকি করেন এবং ডিউটিতে থাকা সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাই, চুরি, মাদক কারবার, যানবাহনে চাঁদাবাজি এবং সন্ধ্যার পর ছোটখাটো বিশৃঙ্খলাসহ অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এই তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি ব্যস্ততম সড়কগুলোতে ট্র্যাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চলছে, যাতে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি না বাড়ে।

আইন-শৃঙ্খলা বাহিনীর এ দৃশ্যমান উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, নিয়মিত টহল ও দ্রুত সাড়া দেওয়ার কারণে এলাকায় আগের তুলনায় নিরাপত্তা অনুভূতি বেড়েছে। রাতের বেলাতেও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান থাকায় নাশকতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা কমেছে।

ঈদগাঁও থানা সূত্র জানায়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ প্রস্তুত রাখা হয়েছে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। থানার পক্ষ থেকে নাগরিকদেরকেও স্থানীয় সমস্যায় পুলিশকে দ্রুত অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

ঈদগাঁওয়ে নিরাপত্তা জোরদার, টহলে বাড়ছে জনআস্থা

আপডেট সময় : ০৭:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনভর পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, ঘনবসতিপূর্ণ এলাকা ও প্রবেশপথগুলোতে পুলিশ সদস্যরা সক্রিয় দায়িত্ব পালন করছেন। প্রতিদিনের মতো সোমবারও তিনি বিভিন্ন পয়েন্টে টহল কার্যক্রম ঘুরে ঘুরে তদারকি করেন এবং ডিউটিতে থাকা সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাই, চুরি, মাদক কারবার, যানবাহনে চাঁদাবাজি এবং সন্ধ্যার পর ছোটখাটো বিশৃঙ্খলাসহ অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এই তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি ব্যস্ততম সড়কগুলোতে ট্র্যাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চলছে, যাতে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি না বাড়ে।

আইন-শৃঙ্খলা বাহিনীর এ দৃশ্যমান উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, নিয়মিত টহল ও দ্রুত সাড়া দেওয়ার কারণে এলাকায় আগের তুলনায় নিরাপত্তা অনুভূতি বেড়েছে। রাতের বেলাতেও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান থাকায় নাশকতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা কমেছে।

ঈদগাঁও থানা সূত্র জানায়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ প্রস্তুত রাখা হয়েছে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। থানার পক্ষ থেকে নাগরিকদেরকেও স্থানীয় সমস্যায় পুলিশকে দ্রুত অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এমআর/সবা