খাগড়াছড়ি পার্বত্য জেলার আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও নিয়ন্ত্রণে রাখতে জেলা সদর থানা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। সোমবার সকালে তিনি থানা প্রাঙ্গণে পৌঁছালে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে থানার পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী-শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, পাশাপাশি অস্ত্রাগারসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। তিনি থানায় কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের দৈনন্দিন কার্যক্রম, রেকর্ড ও রেজিস্ট্রারসমূহও নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পরে থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে পুলিশ সুপার সামগ্রিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। তিনি অপরাধ দমনে জনগণের সক্রিয় সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতির কঠোর প্রয়োগের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মামলা তদন্তের মানোন্নয়নে তদন্তকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমআর/সবা























